Wednesday, April 19, 2017

বন্ধু মানে কি?

বন্ধু মানে হাসিখুশি বন্ধু মানে রাগ,
বন্ধু মানে মিষ্টিহাসি সুখদুঃখের ভাগ
বন্ধু আড্ডাবাজি জমিয়ে গল্প করা
মিছেমিছির অভিনয় অভিমান করা
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে বন্ধুরে(ঐ)
বন্ধু মানে নীল সাগরে এক সাথে ভেসে যাওয়া
বন্ধু মানে সবাই মিলে এক সুরে গান গাওয়া
বন্ধু তোরা আছিস আমার হৃদয় অন্তর জুড়ে( ঐ)

বন্ধুমানে অলিগলি অমনে ঘুরাঘুরি
বন্ধু মানে মনের সুরে মনের কথা বলি
বন্ধু মানে সারা জীবন রাখি হাতটি ধরে (ঐ)