পাখি ও পাখি
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (ম্যাজিশিয়ান কাজী)
পাখির মত উড়তে পারিস
মেলে তোর ডানা,
বৃষ্টি মেঘে থাকতে পারিস
কে করেছে মানা?
মাঝে মাঝে মনে রাখিস
আমার কিছু কথা,
বুঝতে পেয়ে বুঝলি না রে
মনের শত ব্যথ্যা।
সময় হলে বুঝবি রে তুই
কে ছিলাম আমি,
মনে কথা মন বুঝে না
মন যে হারামি।
পাখি ও পাখি (২)
ঘুমের স্বপ্নে তুই ছিলি রে
মনের আকাশে তুই
অশ্রু জলে তুই ছিলি রে
মেঘের জলেও তুই।
ঘুম জাগা চাঁদের মাঝে তোকেই শুধু দেখি
পাখি ও পাখি (২)
কবিতায় আজ ভাসিয়ে দিলেম
আমার ভালবাসা,
তোর জন্যে হারিয়ে দিলাম
আমার সকল আশা।
যত দূরে থাকিস দেখি আমি পাশে
স্বপ্ন মাঝে তুই যে থাকিস
অশ্রু হীনা চোখে
পড়তে বসে মন বসে না তোর চক্ষু আঁকি
পাখি ও পাখি(২)
কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন (ম্যাজিশিয়ান কাজী)
পাখির মত উড়তে পারিস
মেলে তোর ডানা,
বৃষ্টি মেঘে থাকতে পারিস
কে করেছে মানা?
মাঝে মাঝে মনে রাখিস
আমার কিছু কথা,
বুঝতে পেয়ে বুঝলি না রে
মনের শত ব্যথ্যা।
সময় হলে বুঝবি রে তুই
কে ছিলাম আমি,
মনে কথা মন বুঝে না
মন যে হারামি।
পাখি ও পাখি (২)
ঘুমের স্বপ্নে তুই ছিলি রে
মনের আকাশে তুই
অশ্রু জলে তুই ছিলি রে
মেঘের জলেও তুই।
ঘুম জাগা চাঁদের মাঝে তোকেই শুধু দেখি
পাখি ও পাখি (২)
কবিতায় আজ ভাসিয়ে দিলেম
আমার ভালবাসা,
তোর জন্যে হারিয়ে দিলাম
আমার সকল আশা।
যত দূরে থাকিস দেখি আমি পাশে
স্বপ্ন মাঝে তুই যে থাকিস
অশ্রু হীনা চোখে
পড়তে বসে মন বসে না তোর চক্ষু আঁকি
পাখি ও পাখি(২)